২৬ দিনের জেল বন্দি দশার পর অবশেষে কিছুদিন আগে জামিন পেয়েছিলেন আরিয়ান খান। তবে শুক্রবার আবার এনসিবি-র দফতরে পৌঁছলেন শাহরুখ-তনয়। কিন্তু কেন? আসলে এনসিবি-র দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন আরিয়ান খান। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।
আসলে জামিন পেয়ে বাড়ি ফিরেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেননি আরিয়ান খান। ২৩ বছর বয়সি তারকা-সন্তানকে আদালতের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে এখনও। আরিয়ানের জামিনের শর্তে ছিল, সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বেলা ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে আরিয়ানকে এনসিবি-র দফতরে হাজিরা দিতে আসতে হবে। আর সেই নিয়ম মেনেই শুক্রবার এনসিবি-র দফতরে পৌঁছন আরিয়ান।
জেলের বন্দিদশা কাটলেও তাঁকে ঘিরে রয়েছে নিয়মকানুনের বেড়াজাল। এখন বেশ কিছু দিন বাড়ির বাইরে পা রাখবেন না আরিয়ান খান। তবে জানা গিয়েছে, শাহরুখের জন্মদিনে পরিবারের সঙ্গে আলিবাগে গিয়েছিলেন আরিয়ান খান। সেখানেই সেদিন মা-বাবার সঙ্গে সময় কাটান তিনি। তবে এনসিবি দফতরে হাজিরা দেওয়ার তাগিদে ফের শহরে ফিরে এসেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।