১০ বছর ধরে ক্যামেরার পিছনে কাজ করেছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়ার মতোই জনপ্রিয় ‘নোয়ার মা’। তারপরেও আক্ষেপের সুর তাঁর গলায়, ছোট পর্দার অভিনেত্রী বলে আজও তিনি উপেক্ষিত!
বুধবার সেই ক্ষোভই উগরে দিলেন তিনি। তাঁর দাবি, বড়-ছোট পর্দায় অভিনয় নিয়ে বৈষম্য তৈরি করেছেন ইন্ডাস্ট্রির কিছু মানুষ। এই বিষয়ে তাঁকে সমর্থন জানিয়েছেন শ্রুতি দাস। তিনি বলেন যে, ‘অনি মাম্মা কটাক্ষকারীদের তাঁর কাজ দিয়ে সপাটে চড় মারবেন।’
নেট দুনিয়ায় অভিনেত্রী অনিন্দিতা জানিয়েছেন, এই বৈষম্য এক দিনের নয় তিনি ১০ বছর বড় এবং ছোট পর্দায় ক্যামেরার পিছনে সফল ভাবে কাজ করে গেছেন। তিনি ‘ধুলোকণা’, ‘কাদম্বিনী’, ‘ভূতু’, ‘পটলকুমার গানওয়ালা’-র মতো একাধিক হিট ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেত্রীর দাবি, তিনি ছোট পর্দার অভিনেত্রী বলে তাঁর কোনও লজ্জা নেই কিন্তু তাঁর মতে বাকিদের তাঁকে নিয়ে যেন বেশি মাথাব্যথা। সেই জায়গা থেকেই অভিনেত্রীর দাবি, অভিনয় জানলে ছোট, বড় যে কোনও জায়গায় অনায়াসে অভিনয় করা যায়, আলাদা জায়গায় আলাদা অভিনয় বলে কিছু হয় না।