জানা গেছে মাদক মামলায় মূল অভিযুক্ত শাহরুখ-পুত্র আরিয়ানের সঙ্গে বহুবার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। আর সেই সব কথোপকথনে বারবার উঠে আসছিল মাদক প্রসঙ্গের কথাও। এমনকি জানা গেছে এনসিবির সূত্রে, একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার আশ্বাসও দিতে দেখা যায় অনন্যাকে।
শুক্রবার এই কথোপকথন দেখিয়েই এনসিবির গোয়েন্দারা প্রশ্ন করেছিলেন অনন্যাকে এবং সেই প্রশ্নের উত্তরে তিনি জানান যে, আরিয়ানের সঙ্গে নাকি তিনি মজা করেছিলেন। তারা জানিয়েছে, এই কথোপকথনটি ছাড়াও একাধিক বার মাদক নিয়ে কথা হয়েছে আরিয়ান এবং অনন্যার।
তবে অনন্যার বিরুদ্ধে মাদক সংগ্রহ বা সরবরাহের কোনও প্রামাণ্য নথি এই মুহূর্তে গোয়েন্দাদের হাতে আসেনি। এনসিবি জানিয়েছে যে, অনন্যা কখনও আরিয়ানকে মাদক সরবরাহ করেছিলেন কিনা তার কোনও তথ্য এখনও হাতে আসেনি তদন্তকারীদের। যেমন পাওয়া যায়নি অনন্যার মাদক সংগ্রহের প্রমাণও।