এবার হলিউডে অভিনয় করতে চলেছেন আলিয়া ভট্ট। সেই ছবিতে তাঁর সাথে সহ-অভিনেতার চরিত্রে দেখা যাবে স্বয়ং ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জ্যামি ডরনানকে। এই কাজের জন্যই সম্প্রতি শ্যুটিংয়ে রওনা দিলেন আলিয়া। এই ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন টম হার্পার এবং ছবিটি হবে গোয়েন্দা ঘরানার। হলিউডের প্রথম কাজ নিয়ে কতটা ভয়ে রয়েছেন আলিয়া?

আলিয়া জানান যে, ভয়ে তিনি একাকার হয়ে আছেন। হলিউড-যাত্রা শুরুর আগের ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়েছেন আলিয়া ভট্ট। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, প্রথম হলিউড ছবির শ্যুটিংয়ে যাচ্ছেন তিনি। ভীষণই ভয় লাগছে তাঁর। তাই তিনি সবার থেকে শুভেচ্ছা বার্তা চাইছেন।
‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র দারুণ সাফল্যের পর আলিয়া এ বার হলিউডে পা রাখছেন। এতদিন বলিউডে অনেক হিট দিয়েছেন মহেশ-কন্যা। এখন হলিউডে কাজ করে কেমন সাফল্য পান তা দেখতে মুখিয়ে আছেন সকলে। আলিয়াকে এর পরে বলিউডে আবার দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ এবং ‘জি লে জরা’ ছবিতে।