একজন রণবীর কপূরের প্রাক্তন প্রেমিক আর আরেকজন তাঁর বর্তমান প্রেমিকা। যাঁদের কথা বলা হচ্ছে তাঁরা হলেন ক্যাটরিনা কইফ এবং আলিয়া ভট্ট। কিন্তু সব বিতর্ক-আলোচনাকে পিছনে ফেলে বন্ধুত্বকেই বেছে নিয়েছেন এই দুই অভিনেত্রী। কিন্তু বন্ধু ক্যাটরিনার কোন একটি স্বভাব একেবারেই সহ্য করতে পারেন না আলিয়া? এক সাক্ষাৎকারেতে আলিয়া নিজেই সে কথা ফাঁস করেছিলেন। সেই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ক্যাটরিনাও। আলিয়া জানান যে, ক্যাটরিনার খুব দেরি করে মেসেজের উত্তর দেওয়াটা তাঁর একদম ভালো লাগে না। এটা শুনে ক্যাটরিনাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনিও প্রাক্তন প্রেমিকের বর্তমান প্রেমিকাকে পাল্টা উত্তর দেন। ক্যাটরিনা জানান যে, তিনি দেখতে পান আলিয়া অনলাইন থাকেন। তাঁর পাঠানো মেসেজ পড়েন কিন্তু উত্তর দেন না। তাই আলিয়ারও এই অভ্যাসও একদম পছন্দ করেন না ক্যাটরিনা। |