হৃত্বিক রোশন ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ছবি ‘যোধা আকবর’ দেখেননি এমন দর্শক বিরল। সেই ছবিতে ঐশ্বর্যর দাদার চরিত্রে দেখা গিয়েছিল সোনু সুদকে। সেই ছবিতে অভিনয়ের পর ঐশ্বর্যর সঙ্গে একটি বিশেষ সম্পর্ক তৈরি হয় সোনুর। কী সেই সম্পর্ক?
সোনু সুদ এক ইন্টারভিউয়ে বলেছিলেন, সেই ছবিতে একটি দৃশ্যে অভিনয় করার সময় ঐশ্বর্য তাঁকে বলেছিল, সে নাকি ঐশ্বর্যর ভাইয়ের কথা ঐশ্বর্যকে মনে করিয়ে দিত। তারপর থেকেই নাকি ঐশ্বর্য তাঁকে ‘ভাই সাহাব’ বলেই সম্বোধন করে।
বচ্চন পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই সোনু অভিনয় করেছেন। ‘বুঢ্ঢা হোগা তেরা বাপ’, ‘যুবা’ ছবিতে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করেছেন। সেই একই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি কাজ করে খুব খুশি হয়েছিলেন। ‘বুঢ্ঢা হোগা তেরা বাপ’ ছবিতে বিগ বির ছেলের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। ‘যুবা’ ছবিতে অভিষেকের ভাই ছিলেন তিনি। একই ভাবে ‘যোধা আকবর’-এ ঐশ্বর্যেরও ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সোনু। তাই তাঁর সাথে বচ্চন পরিবারের সবার খুব ভাল সম্পর্ক।