সোশ্যাল মিডিয়ায় লাইভে এসেছিলেন সুবিধা নামক একটি গর্ভনিরোধক ওষুধের প্রচারে টলিউড অভিনেত্রী নুসরত জাহান। সেখানেই ওষুধের প্রচারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
নিজের অন্তঃসত্ত্বা হওয়া থেকে শুরু করে তাঁর ব্যক্তিগত নানান টানাপোড়েনের বিষয়ে একধিক প্রশ্ন উঠলেও তা একদমই এড়িয়ে যাননি নুসরত বরং পরিচালক সুদেষ্ণা রায়ের সঙ্গে আলাপচারিতায় সব কথা নিয়ে অবলীলায় বক্তব্য রেখেছিলেন অভিনেত্রী। সেই লাইভে নুসরত বলেছেন যে তাঁর লড়াই সর্বদা তাঁকেই লড়ে যেতে হয়েছে। তাঁর হয়ে কেউ পাশে এসে দাঁড়ায়নি।
তাই তিনি বলেছেন তিনি কখনোই সমাজের ভয়ে মুখ গুঁজে স্বামীর অত্যাচার সহ্য করবেন না বরং বাকি মহিলাদের উপদেশ দেবেন যে বাড়িতে অত্যাচারিত হলে প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত।
বলাই বাহুল্য তাঁর এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় সারা সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা কেউ কেউ বলতে থাকেন তাহলে কি নিখিল জৈনের সঙ্গে এটাই বিচ্ছেদের কারণ? অনেকেই মনে করতে থাকেন হয়তো নিখিলের হাতে অভিনেত্রীকে অত্যাচারিত হতে হচ্ছিল। সে কারণেই হয়তো তিনি সিদ্ধান্ত নেন বিচ্ছেদের।