বিখ্যাত বলিউড অভিনেতা সোহা আলি খানকে চুমু খাওয়ার সময়ে সইফ আলি খানের কথা মনে পড়ছিল। তাঁর মুখ নাকি ভেসে উঠেছিল অভিনেতার চোখে। সইফ যেন গম্ভীরভাবে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। সোহার দাদার সঙ্গে এর আগেও কাজ করেছেন সেই বিখ্যাত অভিনেতা। তাও আবার তাঁদের দুজনের চরিত্র দু’টি একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল। সেই ছবির নাম ‘রহনা হ্যায় তেরে দিল মে’ যে অভিনেতার কথা বলা হচ্ছে তাঁর নাম, আর মাধবন।
পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার আত্মজীবনী ‘দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর’-এ অভিনেতা মাধবন তাঁর এই অভিজ্ঞতার কথা লিখেছেন।
রাকেশ ওম প্রকাশ মেহরার পরিচালিত ‘রং দে বসন্তি’ ছবির ‘তু বিন বাতায়ে’ গানের দৃশ্যে সোহাকে চুমু খেয়েছিলেন অভিনেতা মাধবন। মাধবন জানিয়েছেন যে, সোহা সেই প্রথম বার পর্দায় চুমু খাচ্ছিলেন কাউকে। সেই কথা জানতে পেরে মাধবনের আরও ভয় লাগতে শুরু করেছিল। কিন্তু চরিত্র ও অভিনয়ের খাতিরে দাদা সইফের কথা ভুলে সোহাকে চুমু খান মাধবন।