দেখতে দেখতে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ১৯ বছরে পা দিলেন। না, এখন আর তিনি রানি মা নন। এবার তানসেনের তানপুরায় সুর বাঁধছেন তিনি। তাই সকাল থেকেই পৌঁছে গিয়েছেন শুটিংয়ে। জোরকদমে চলছে দিতিপ্রিয়ার প্রথম ওয়েবসিরিজের শুটিং। তাহলে সেলিব্রেশন? সেটার কী হল?
তিনি জানান, কেক একটা কেটেছেন ঠিকই, তবে সেলিব্রেশন বলতে যা বোঝায় তা এখনও বাকি রয়েছে। সকালেই ছিল তাঁর কলটাইম। তাই আপাতত ‘পার্টি’র ইচ্ছেকে চেপে রেখেই চলে আসতে হয়েছে শুটিং সেটে। তবে সেটে ঢুকতেই মিলেছে সারপ্রাইজ। মেকআপ আর্টিস্টরা প্রিয় অভিনেত্রীর জন্য নাকি নিয়ে এসেছিলেন কেক। কাটাও হয়ে গিয়েছে তাঁর। তিনি বললেন, এখানে সকাল থেকেই হচ্ছে তাঁর জন্মদিনের সেলিব্রেশন। ৪টে তে শুট শেষ। তারপর আবার রিহার্সাল রয়েছে তাঁর। বাড়ি ঢুকতে রাত গড়াবে।
তবে শোনা গেল দিতিপ্রিয়ার আজকের মেনুতে নাকি ডালসেদ্ধ! জন্মদিনে এ কেমন মেনু! দিতিপ্রিয়ারও কিছুটা মন খারাপ তাই। তবে বুধবার তাঁর ছুটি। এদিকে আবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তাঁর জন্মদিন আগামীকালই। তিনি সে দিনই বাড়িতে আয়োজন করেছেন হাউজ পার্টির। দেখা যাবে অনেক চেনামুখদের তাই সেলিব্রেশন আপাতত বাকি রয়েছে।