বিবাহ করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী? হ্যাঁ, এ বছরের শেষে এনগেজমেন্ট এবং আগামী বছরের শেষ দিকে হয়তো বিয়ে। ইন্ডাস্ট্রিতে তেমনই কথাবার্তা শোনা যাচ্ছে। তাঁরই ডাক্তার-বন্ধু তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন নায়িকা। তথাগত ব্যবসায়ী পরিবারের ছেলে এবং পেশায় মনোবিদ। তাঁদের আলাপ অবশ্য খুব বেশি দিনের নয়, এই মাস ছয়েকের মতো। দু’জনেই সমাজসেবার সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত থাকায় তাঁদের আলাপ এবং ধীরে ধীরে তাঁদের সম্পর্ক গভীরতা পায়। তাঁদের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির খুব কম মানুষই জানেন। বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে নায়িকা কিছু বলতে চান না।
ঋতাভরী মার্চ-এপ্রিল নাগাদ বেশ অসুস্থ হয়েছিলেন। হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। এখন অবশ্য সুস্থ তাই তিনি সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজে ফিরবেন।
নায়িকা এর আগে বহু জায়গায় বহু ঘনিষ্ঠমহলে বলেছেন তাঁর ইচ্ছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। তিনি বেড়াতে প্রচণ্ড ভালবাসেন। মাঝেমধ্যেই তাঁর ইনস্টাগ্রামে দেশ-বিদেশের ভ্রমণের ছবি পাওয়া যায়। তিনি এবার নিজের বিয়ের জন্যে কোন ডেস্টিনেশন বাছাই করেন সেটাই দেখার।