আগামীকাল ইডি অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে পানামা নথি মামলায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। তাঁর উপর অভিযোগ আসে বিদেশে প্রচুর সম্পত্তি রাখার। কর ফাঁকি দিতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে তিনি তাঁর সম্পদ গচ্ছিত রেখেছেন। দীর্ঘ জেরা পর্বে তাঁকে কোন কোন প্রশ্নের মুখে পড়তে হল?
ইডি কর্তারা জানতে চান, ২০০৫ সালে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নথিভুক্ত অমিক পার্টনার কোম্পানিটি হওয়ার সঙ্গে ঐশ্বর্যের কোনও যোগসূত্র আছে কি না। তার পর জানতে চাওয়া হয়েছিল, কোন আইনি ফার্মে মোসাক ফসেনকা এই সংস্থাটিকে নথিভুক্ত করেছিল? মোসাক ফসেনকা নামে এই আইনি ফার্মটি ২০১৬ সালে ১ কোটি ১৫ লক্ষ টাকার গোপন নথি ফাঁস করে দেয়।
আরও কিছু জানতে চান অভনেত্রীর কাছে, টাকাপয়সা লেনদেনের জন্য কি তিনি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার থেকে অনুমতি চেয়েছিলেন? জানা গেছে যে, ঐশ্বর্যা গত ১৫ বছরের বিদেশি অর্থ লেনদেনের সব নথি ইডির হাতে তুলে দেন। এর আগে অতীতে আরও দু’বার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু এ বার আর জিজ্ঞাসাবাদ এড়াতে পারলেন না ঐশ্বর্যা রাই বচ্চন।