টলি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার পায়ে আঘাত পেয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আজ দুপুর ৩টে নাগাদ তাঁর একটি অস্ত্রোপচার হওয়ার কথা আছে। কিন্তু কেমন আছে তাঁর ছেলে সহজ? প্রিয়াঙ্কার এই সময়ে পাশে রয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

প্রিয়াঙ্কা যেহেতু হাসপাতালে ভর্তি আছেন তাই তাঁর ছেলের দেখাশোনার দায়িত্ব রাহুলের কাঁধেই। রাহুল জানান যে, সকালবেলা তাঁর গাড়ির চালক প্রিয়াঙ্কার দুর্ঘটনার খবর দিয়েছেন। তার পরে প্রিয়াঙ্কার সঙ্গে কথা হয়েছে রাহুলের। বিকেলে তাঁর প্রিয়াঙ্কার সঙ্গে হাসপাতালে দেখা করতে যাবার কথা আছে। স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় রয়েছেন তিনিও।
গতকাল রাতে রাজারহাটে শ্যুটিং চলাকালীন মত্ত বাইকচালকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী। দুর্ঘটনায় অভিনেত্রীর পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। তাই অস্ত্রোপচার করে তাঁর পায়ে প্লেট বসানো হবে, এমনটাই সূত্রের খবর। প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন অর্জুন চক্রবর্তীও। তাঁরও অল্প চোট লেগেছে।