বহু শিল্পীর মনেই একটা প্রশ্ন এসেছে ‘শিল্প আগে নাকি টাকা?’। তবে এ দ্বন্দ্ব হয়তো চিরকালীন থাকে। বলিউড অভিনেতা ডিনো মরিয়া মনে করেন টাকা না পেলে শিল্পীর ভাল থাকা সম্ভব নয়। আর অন্য দিকে শিল্পী নিজে ভাল না থাকলে কিভাবে ভাল শিল্প সৃষ্টি হবে?

ডিনো মরিয়া এক সময় পর পর ছবি করতেন কিন্তু তারপর বহুদিন তাঁকে আর দেখা যায়নি। তিনি জানালেন যে তিনি শুধুমাত্র টাকার কথা ভেবে ছবি করতে চাননি। সে জন্য এক সময় পর পর প্রজেক্ট ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এসব করে আবার তাঁর আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ে। এই অপেক্ষা নাকি এক সময় তাঁর ভয়ের কারণ হয়ে দাঁড়ায়? এমনটাই জানিয়েছেন তাঁর সদ্য এক সাক্ষাৎকারে।
ডিনো বলেন, তিনি যে কেরিয়ার বেছে নিয়েছেন তাতে জীবন কঠিন ভাবে কাটাতে হয়। মধ্যমেধার ছবিতে ‘না’ বলার সিদ্ধান্ত নিলে তখন আরও কঠিন হয়ে যায় অবস্থা। ওই চরিত্রগুলো কেরিয়ারে কোনও ভাবেই সাহায্য করবে না বলে দাবি করেন ডিনো। অন্য দিকে এই ‘না’ বলার সঙ্গে সঙ্গে অবচেতন মনে আবার চলতে থাকে একটি প্রশ্ন। তা হল, তিনি কি আবার কখনও কাজ করতে পারবেন?