কাঁধে গিটার, সামনে মাইক্রোফোন আর অসংখ্য দর্শক। গান গাইছেন অনুপম রায়। বিগত দশ বছরে এমন দৃশ্য সকলেরই প্রায় চেনা আর চেনা অনুপমের ‘টাই’। টলিউড কেন বলিউডেরও খুব বেশি গায়ককে কিন্তু এমন ভাবে মঞ্চে উঠতে দেখা যায় না। এই টাই-প্রীতির পিছনে অনুপমের বিশেষ কী কারণ থাকতে পারে?

আসলে অনুপম জানান যে, ইংলিশ রক ব্যান্ড ‘বিটলস’-কে দেখে তিনি এই ভাবনা আনেন নিজের মধ্যে। বিটলসের ইমেজটা কোথাও একটা মাথায় থেকে গিয়েছিল তাঁর। ব্যক্তিগত ভাবে তিনি টাই পরতে ভীষণ ভালবাসেন। ছোটবেলায় স্কুলে কম-বেশি সবাই টাই পড়েছেন। তাঁর সেই অভ্যাসটা রয়ে গিয়েছে এখনও।
শৈশবের টাই পড়ার অভ্যাস তাঁর চাকরি পাওয়ার পর এক প্রকার ত্যাগ করতেই হয়েছিল তাঁকে। তিনি ছ’বছর একটি আমেরিকান কোম্পানিতে চাকরি করেছেন আর সেখানে ছেঁড়া জামা, ছেঁড়া চটি, ছেঁড়া জিনসটাই ছিল স্টাইল। অফিস চলাকালীন কোনো দিনও তাই টাই পরতে পারেননি তিনি। তাই যখন তিনি মঞ্চ পেলেন, তখন টাই পড়ার ভাবনা আবার জাগ্রত হল।