আজ ৭ নভেম্বর, টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন। আজ লন্ডনে তাঁর জন্মদিন পালন হচ্ছে। বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল তিনি এবার লন্ডনতেই জন্মদিন সেলিব্রেট করবেন, সেই মতোই হচ্ছে আজ সেলিব্রেশন। তবে অভিনেত্রী বলছেন সবটাই হঠাৎ পরিকল্পনা করা হয়েছে। প্রায় পাঁচ মাস পরে স্বামী সঞ্জয় চক্রবর্তী আর মেয়ে ঋষণার সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ পেয়েছেন অভিনেত্রী। সেই আনন্দে কাছের কিছু মানুষদের নিয়ে একটি পার্টি আয়োজিত হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, আগামী দু’সপ্তাহ তিনি এখন লন্ডনের বাসিন্দা। লন্ডনে নিজের জন্মদিন দারুন কাটাচ্ছেন অভিনেত্রী সপরিবারে। কিছুদিনের মধ্যে নিজের দেশে ফিরে ‘ইত্তর’এর কাজ শুরু করবেন আবার। বাংলায় তিনি আবার পাপিয়া অধিকারীর প্রথম ছবি ‘মাদার ইন্ডিয়া’ও কাজ করবেন। ছবির কেন্দ্রে এক সুপ্রতিষ্ঠিত নারী। যে নারী যৌনপল্লির মেয়েদের জীবনে আনবে মুক্তির স্বাদ। সেই চরিত্রই বড় পর্দায় ফুটিয়ে তুলবেন ঋতুপর্ণা। |
