আগামীকাল ছিল হ্যালোইন, আর টলি বলি পাড়া জুড়ে তারই পার্টি চলছিল তারকাদের ঘরে ঘরে। ঠিক সেরকমই বাদ যাননি টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। ব্যস্ত রুটিন থেকে কী ভাবে খানিক সময় চুরি করা যায়, তা ভাল করেই জানেন তিনি। তাই রবিবার ‘হ্যালোইন পার্টি’-তে মজলেন শ্রাবন্তী।
নিজের কাছের মানুষদের নিয়ে সেই পার্টি সারলেন অভিনেত্রী। সেখানে ছিলেন প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও। তাঁর সঙ্গে লেন্সবন্দি হলেন অভিনেত্রী। সকলেই জানে যে অভিরূপ এবং শ্রাবন্তী একই আবাসনের বাসিন্দা। অধিকাংশ সময়েই প্রেমিকের বাড়িতে অনেকটা সময় কাটান তিনি। তাই হ্যালোইন পার্টিতেও তিনি যে উপস্থিত থাকবেন এ বলাই বাহুল্য। তবে কি সবটাই অভিরূপের সঙ্গে সময় কাটানোর একটা ছুঁত?
শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পার্টির একাধিক ছবি এবং ভিডিয়ো দিয়েছেন। কিন্তু কোনো ছবিতেই দেখা যাচ্ছে না প্রেমিক অভিরূপকে। এমন কি সম্পর্ক নিয়েও এখনও পর্যন্ত মুখ খোলেননি শ্রাবন্তী।