জানা যাচ্ছে ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাঁরা দুজনে গোপন রাখতে চাইলেও প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন সব তথ্য। সেরকমই কিছুদিন আগে জানা গিয়েছে রাজস্থানে ৭০০ বছর পুরনো প্রাসাদকেই বিয়ের স্থান হিসেবে বেছে নিয়েছেন ভিকি এবং ক্যাটরিনা।

শোনা যাচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে বারওয়ারার সিক্স সেন্স ফোর্টে। একটা সময় রাজস্থানের রাজ পরিবারের মালিকানা ছিল এই দুর্গে। তাঁদের মালিকানায় ছিল একটি প্রাসাদ ও দুটি মন্দির। এই তিনটি স্থাপত্যই দুর্গের মধ্যে অবস্থিত। যে দুর্গকে অভয়ারণ্য ও হোটেলে রূপান্তরিত করা হয়েছে। কিন্তু জানার বিষয় হল এ হেন রাজকীয় প্রাসাদের একটি রুমের এক রাতের ভাড়া।
জানা যাচ্ছে যে, বেসিক রুমের প্রতি রাতের ভাড়া ৭৭ হাজার টাকা। ট্যাক্স নিয়ে তা দাঁড়ায় প্রায় ৯০ হাজারে। অন্যদকে রাজা মান সিং স্যুটে, সবচেয়ে উন্নত মানের স্যুটের দাম প্রায় ৫ লক্ষ টাকা। কিন্তু একদিকে তাঁদের বিয়ে নিয়ে অনুরাগীদের উত্তেজনার শেষ নেই, আর অন্যদিকে ক্যাটরিনা এ খবর অস্বীকার করা নিয়েও চলছে জোর জল্পনা।