এনসিবির নির্দেশ মেনে আজ দুপুরেই সেই সংস্থার দফতরে হাজির হলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ এনসিবি’র দফতরে আসেন অনন্যা। তাঁর পড়নে ছিল সাদা কুর্তি আর মুখ মাস্কে ঢাকা ছিল।
জানা গেছে আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ মারফৎ বিশেষ কথাবার্তার সূত্র ধরেই নাকি এই জরুরি তলব, সূত্রের খবর অনুযায়ী। যদিও এনসিবি’র তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কিছু বিবৃতি দেওয়া হয়নি। আজই এনসিবি’র এক প্রতিনিধি দল হাজির হয়েছিলেন অনন্যার বান্দ্রার বাড়িতে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অভিনেত্রীর ফোনটি নিজেদের হেফাজতে রেখেছে এনসিবি।
এইদিকে আবার আজই ছেলের সঙ্গে জেলে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ। আইনজীবীদের একটি দলও তাঁর সঙ্গে গিয়েছিল জেলের ভিতরে। টানা ১৫ মিনিট জেলের ভিতরে ছেলের সঙ্গে কথা হয় শাহরুখের। অন্যদিকে আবার, অনন্যা ও আরিয়ান একে অপরকে চেনে ছোটবেলা থেকেই। অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডে শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু। আবার শাহরুখ কন্যা সুহানা ও অনন্যা দুজন দুজনের ‘বেস্ট ফ্রেন্ড’। এবার মাদককাণ্ডে অনন্যাকে তলব যে ঘৃতের সঞ্চার করল, তা বলার একদমই অপেক্ষা রাখে না।