অন-স্ক্রিন তাঁরা রাজা-মাম্পি আর বাস্তবে রাহুল- রুকমা। অনেকদিন থেকেই তাঁরা আলোচনার কেন্দ্রে। ক্যামেরার সামনে তো তাঁদের রাসায়ন দর্শকের মন কেড়েছে কিন্তু পিছনেও তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে কম কথা হয় না। লীনা গঙ্গোপাধ্যায়ের কল্পনায় তৈরি ‘দেশের মাটি’ ধারাবাহিকের এই জুটি কখনও মিষ্টি, কখনও নোনতা, কখনও আবার তা উষ্ণ।
সম্প্রতি অভিনেতা রাহুলের সঙ্গে একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী রুকমা। অন্ধকার রাতে গাড়ির সামনে দাঁড়িয়ে দুই বন্ধু। তাঁদের চোখ ক্যামেরার লেন্সে। যেন তাঁরা বলতে চাইছে অনেক কিছু। যদিও এই না বলা কথা ক্যাপশনেই লিখে দিলেন রুকমা নিজে। কি লিখলেন তিনি ক্যাপশনে?
তাঁরা একে অপরের কাঁধে হাত রেখে আছে এই ছবিটি রুকমা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করে তিনি লিখেছেন, ‘বন্ধুত্বের শেষ হয় না’, এই সম্পর্ক যে তাঁদের কাছে কতখানি মূল্যবান তা জানিয়ে দিলেন এই পোস্টের মাধ্যেমে রুকমা নিজেই।