রাজনীতি এবং অভিনয় এই দুই পেশাকেই সমান তালে এগিয়ে নিয়ে যেতে চান রুদ্রনীল ঘোষ। ভবানীপুর উপনির্বাচনের ফল প্রকাশের আগের দিন, অর্থাৎ শনিবার রাতে এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। একই সঙ্গে আবার খুশির খবরও দিলেন অনুরাগীদের। খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে ‘ভিঞ্চিদা’।

পছন্দের অভিনেতাকে লাইভে পেয়ে বাংলাদেশের অনুরাগীদের আবদার, তাঁরা আবার ‘ভিঞ্চিদা’কে বড় পর্দায় দেখতে চান। ঠিক তখনই রুদ্রনীল খুশির খবর শোনান সবাইকে। তিনি জানান যে, কিছু দিন আগে তাঁর সৃজিতের সাথে ফোনে কথা হয়েছে, উপনির্বাচন মিটে গেলে তাঁরা একাসাথে বসবেন ‘ভিঞ্চিদা ২’-এর গল্প লিখতে। ‘ভিঞ্চিদা’ তাঁরই লেখা। পরে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সৃজিত সেই গল্পটিকে নিজের মতো করে সাজিয়ে নেন। তাই খুব শীঘ্রই আবার দুই মাথা এক হতে চলেছে এ বলাই বাহুল্য।
প্রসঙ্গত, ২০১৯-এ তৈরি সৃজিতের রহস্য-রোমাঞ্চধর্মী এই ছবিতে রূপসজ্জা শিল্পীর ভূমিকায় ‘ভিঞ্চিদা’-র চরিত্রে অভিনয় করেছিলেন রুদ্রনীল। সমান গুরুত্বপূর্ণ চরিত্র আদি বসুর চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। এ ছাড়াও অন্যান্য চরিত্রে ছিলেন, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ঋদ্ধি সেন, ভরত কল প্রমুখ অভিনেতারা। প্রযোজনা করেছিলেন এসভিএফ।