বেশ অনেক মাস আগে জানা গিয়েছিল তাঁদের বিবাহবিচ্ছেদের খবর। সেই খবর শুনে তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ। তবে পনেরো বছরের দাম্পত্যে ইতি টানলেও, আমির খান এবং কিরণ রাও কিন্তু সামাজিক অনুষ্ঠানে একসাথে উপস্থিত হচ্ছেন। সম্প্রতি বান্দ্রায় আয়োজিত হয়েছিল আমির খানের এক ঘনিষ্ঠ বন্ধুর বিবাহ-অনুষ্ঠান। সেই বন্ধুর সঙ্গে আমিরের সম্পর্ক ভাল বলে তাই তাঁর আসা নিয়ে অতিথিরা এক রকম নিশ্চিত ছিলেন এ বলাই বাহুল্য। কিন্তু কিরণ-আমিরকে একসঙ্গে ওই অনুষ্ঠানে আসতে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। অতিথিদের সঙ্গে অনেক সহজ ভাবে মিশেছেন আমির ও কিরণ। তাঁদের দেখে একদমই বোঝার উপায় নেই যে, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। যখন ‘লাল সিং চড্ডা’ ছবির শুট চলছিল লাদাখে তখন একসঙ্গে সাংবাদিক সম্মেলন করেছিলেন আমির-কিরণ। সন্তানের খাতিরে হৃতিক রোশন-সুজ়ান খান, আরবাজ় খান-মালাইকা অরোরাকেও পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। আসলে বিয়ে ভাঙলেও, যুগলদের নজরে থাকাই এখন বলিউডের দস্তুর। |
