জি বাংলার জনপ্রিয় শো ‘দাদাগিরি সিজন ৯’ সম্বন্ধে নেটমাধ্যমে মঙ্গলবার আগাম হদিশ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। ‘দাদাগিরি’র লোগোর সামনে দাঁড়িয়ে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। গত বছর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে। তবে কি চলতি মাসেই আসতে চলেছে ‘দাদাগিরি সিজন ৯’?

কিছু মাস আগে গুঞ্জন শোনা গিয়েছিল, ‘দাদাগিরি’-তে নাকি ‘দাদা’ থাকবেন না। সেই সময় শো-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁকে নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় এই ধরনের কোনও কথা বলেননি। তাঁর কথাই যে সত্যি, তাতে সিলমোহর দিল সৌরভের ভাগ করে নেওয়া এই বার্তা।
জি বাংলার এই জনপ্রিয় শো ‘দাদাগিরি’ প্রথম আবিষ্কার করেছিল সঞ্চালক সৌরভ নিজে। বরাবর ব্যাটে-বলে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে অভ্যস্ত ভারতের এই প্রাক্তন অধিনায়ক। এখানেও প্রথম দিন থেকেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর সঞ্চালনায় মুগ্ধ সারা বাংলা। এবার আবার বাংলার দর্শক ‘দাদাগিরি’ উপভোগ করবে।