সম্প্রতি এক অতীত জীবনের ছবি শেয়ার করে ফেলে আসা সময়ের স্মৃতিচারণ করলেন অভিনেতা সইফ আলি খানের বোন সাবা আলি খান। সইফ আলি খানের প্রথম পক্ষের স্ত্রী অমৃতার কন্যা সারা আলি খান, তাঁর প্রথম জন্মদিনে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সাবা আলি খান।

শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে সইফের কোলে তাঁর আদরের মেয়ে সারা বসে আছে। এক বছরের সারা একটি সাদা জামার ওপরে নীল ডেনিমের পোশাক পরে আর চুলে দু’ দিকে দুটি ঝুঁটি করে বেঁধে বসে আছে। আদরের ভাইঝির সঙ্গে সেই ছবি দিয়ে সাবা লিখেছেন, ‘ওয়াটারমার্ক… ছবি নষ্ট করে দেয়।’ তিনি আরও লিখেছেন যে নেটাগরিকদের তিনি বিশ্বাস করেন, তাই তিনি একান্তই ওয়াটারমার্ক না দিতে হলে ছবিতে দেবেন না।
এদিকে সাবার বিশ্বাস ভঙ্গ করে একটি ফ্যানপেজ ছবির ঋণস্বীকার না করেই সেটি শেয়ার করায় তিনি যথেষ্ট দুঃখ পেয়েছেন। এই ঘটনার কড়া নিন্দা করে তিনি লিখেছেন ভবিষ্যতে আর কখনও তিনি সারার শৈশবের ছবি ভাগ করে নেবেন না নেটিজেনদের কাছে। এর পরে তিনি যা ছবি পোস্ট করেছেন সবেতেই তিনি ওয়াটারমার্ক দিয়েছেন। মাঝেমধ্যেই সাবা নিজের পরিবারের অ্যালবাম থেকে ছবি ভাগ করে নেন।