প্রায় প্রতিদিনই ব্যক্তিগত জীবনের কারণে যিনি চর্চার মুখ হন তিনি টলিউডের অভিনেতা যশ দাশগুপ্ত। অভিনেত্রী নুসরত জাহান এর সঙ্গে সম্পর্ক তাঁকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। তবে অভিনেতার পেশাদারী জীবনের সাফল্য কোন অংশ কম নয়। অভিনেতা সম্প্রতি একটি স্মৃতি অনুগামীদের সঙ্গে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ২০১৬ সালে বিরসা দাশগুপ্তর পরিচালনায় ‘গ্যাংস্টার’ ছবিরই একটি পোস্টার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন তিনি। এদিকে ‘গ্যাংস্টার’ ছবির যে পাঁচ বছর পূর্তি হলো সে কথাও জানাতে ভোলেননি অভিনেতা। আর তারপরই তাঁর অনুগামীদের পাশাপাশি প্রশংসাসূচক মন্তব্য করে নজর কেড়ে নেন জনপ্রিয় বলিউড অভিনেতা রোহিত রায়।

বলি অভিনেতা রোহিত জানান যে পারলে তিনি যশকে দেশের সবথেকে সুন্দর পুরুষ মানুষ বলে আখ্যা দিতে পারতেন কিন্তু তাতে তাঁর বলিউডের বন্ধুরা রেগে যেতে পারেন বলে তিনি তাঁকে কলকাতার সবথেকে সুন্দর নায়ক বলে অভিহিত করেছেন।
এদিকে বলিউড অভিনেতার থেকে এই রকম প্রশংসা পেয়ে টলি অভিনেতা যশ দাশগুপ্ত বেশ খুশি। তিনি তাঁকে কমেন্টের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন। বলাই বাহুল্য খোদ বলিউড অভিনেতা প্রশংসা করছেন তাঁদের প্রিয় অভিনেতা যশকে, তা দেখে মুগ্ধ হয়েছেন যশ অনুগামীরা।