মানুষটা আজ নেই কিন্ত তাঁর শেষ কাজ আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আজ সকালেই ঋষি কপূর অভিনীত ‘শর্মাজি নমকিন’-এর পোস্টার সামনে আনলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার তাঁর ইনস্টাগ্রামে। আর সেই পোষ্টারে দেখা যাচ্ছে, গায়ে সোয়েটার, গলায় মাফলার এবং চোখে চশমা পরে হেঁটে আসছেন ঋষি কাপুর। তাঁর মুখে সেই চেনা একটা হাসি।
এই পোস্টার আপলোড করে ফারহান লেখেন, ‘আমাদের খুবই কাছের ছবি শর্মাজি নমকিন-এর পোস্টার প্রকাশ করতে পেরে আমরা গর্ব বোধ করছি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋষি কপূর, যাঁর অতুলনীয় এবং উজ্জ্বল কেরিয়ার আমাদের সকলের মনে থেকে যাবে।’ ঋষি কাপুরের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর অনুরাগীদের জন্য উপহার হিসেবে এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনেছেন তাঁরা। ঋষি কাপুরের অনুরাগীরা তা দেখে আবেগে ভেসে চলেছেন নেটদুনিয়ায়।
ঋষি কাপুরের মৃত্যুর পর ছবিতে তাঁর জায়গা নিয়েছিলেন পরেশ রাওয়াল। তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে পরেশ রাওয়ালকে ধন্যবাদ জানান ফারহান কারণ এই ছবিতে ঋষি কপূরের করা চরিত্রে অভিনয় করার মতো একটি সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়ার জন্য।