‘ভাল বন্ধু’ অভিনেত্রী সন্দীপ্তা সেনের জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি ইনস্টাগ্রামে তাঁর বন্ধু সন্দীপ্তাকে শুভেচ্ছা জানিয়ে একটি পুরনো ছবি ভাগ করে নিয়েছেন। ছবিটি কোনও এক পাহাড়ি পথে বেরাতে গিয়ে তোলা। তাঁদের গায়ে জড়ানো শীত পোশাক। সেখানেই অভিনেতা লেখেন, ‘আমার সব মন কেমনের ঠিকানা তুই’! তার পরেই শুভেচ্ছা বাণী, ‘শুভ জন্মদিন সন্দীপ্তা’। বন্ধু সন্দীপ্তাও খুশি এই শুভেচ্ছা পেয়ে এবং তিনি একই পোস্টে রাহুলকে ট্যাগ করে ধন্যবাদ জানান।

বন্ধু রাহুলের পোস্ট দেখেই আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন সন্দীপ্তাকে। কিছু নেটাগরিক রাহুলকে আবার লেখেছেন, তিনি নাকি সবার সঙ্গেই ভালই সম্পর্ক ধরে রাখতে জানেন।
জন্মদিনের সকালে তিনি আবার ফেসবুকে তুলে এনেছেন সন্দীপ্তার এক টুকরো ছেলেবেলার ছবি। সেই ছবি সম্ভবত পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে নাচে অংশ নিয়েছেন অভিনেত্রী। এই ছবি দিয়ে অভিনেতা বলেন, ‘শিশু বয়সের শিল্পীসত্তা আজও যেন ছেলেবেলাতেই বন্দি’। এই ছবির ক্ষেত্রেও রাহুলকে ভালবাসার চিহ্ন এঁকে ধন্যবাদ জানিয়েছেন সন্দীপ্তা।