তিন দিন আগে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সূত্রের খবর, আপাতত অনেকটাই সুস্থ তিনি। বর্ষীয়ান অভিনেত্রীর শরীরে রক্তাল্পতার কারণ খতিয়ে দেখতেই শনিবার এন্ডোস্কোপি করানো হয় তাঁর। সেই পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক আসে। তবে রক্তে শর্করার মাত্রায় এখনও কিছুটা হেরফের রয়েছে।
জানা যাচ্ছে আরও বেশ কিছু দিন বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে অভিনেত্রীকে। এই কিছু দিন পর্যবেক্ষণে থাকার পরেই হাসপাতাল থেকে তাঁর ছুটি হবে।
গত শুক্রবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকেররা জানান যে অভিনেত্রীর রক্তাল্পতার সমস্যা আছে, পরিবার সূত্রেও তাই দাবি। রক্তে শর্করার পরিমাণও বেশি ছিল। এ ছাড়াও রয়েছে বয়সজনিত একাধিক শারীরিক জটিলতা।