বার করোনা আক্রান্ত হলেন নোরা ফতেহি। তিনি এখন সব ধরনের সাবধানতা এবং কোভিড বিধি মেনে আপাতত নিভৃতবাসে রয়েছেন। জানা যাচ্ছে যে, ২৮ ডিসেম্বর নোরার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তখন থেকেই তিনি কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে নিভৃতবাসে রয়েছেন।
সম্প্রতি নোরা ফতেহির একটি অনুষ্ঠানে যাওয়ার কয়েকটি ছবি ঘুরপাক খাচ্ছিল নেট দুনিয়ায়। সেই ছবিগুলি আসলে পুরনো, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সেই বিবৃতিতে। আপাতত কয়েক দিন সম্পূর্ণ ভাবে বাড়িতেই ছিলেন অভিনেত্রী। তিনি নিজেই তাঁর অনুরাগীদের কোভিড আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, দুর্ভাগ্যবশত তিনি কোভিডের সঙ্গে লড়াই করছেন। কয়েক দিন ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। তিনি সবাইকে সাবধানে থাকতে বলেছেন এবং মাস্ক পড়তে বলেছেন। গত বুধবার অর্জুন কপূর, খুশি কপূর এবং অংশুলা কপূরের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। তার কয়েক দিন আগেই আক্রান্ত হয়েছিলেন করিনা কপূর খান এবং অমৃতা অরোরা। বলিউডে ক্রমেই করোনা আতঙ্ক বাড়ছে।