• Fri. Jan 3rd, 2025

রাজনন্দিনীর পুজোর খাওয়া-দাওয়া

সম্প্রতি একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের কন্যা অভিনেত্রী রাজনন্দিনী পালের অভিনীত ‘পায়েস’। এছাড়াও হাতে একগুচ্ছ কাজ তাঁর। তবু পুজোর কয়েকটা দিন থাকেন ছুটির আমেজেই। তাঁর নিজের বাড়িতেই ঘটা করে পুজো হয়। তাই বেশ কিছু দিন আমিষ খাওয়া ঘোরতর নিষেধ তাঁর। দীর্ঘ অপেক্ষার পর মহানবমীতে আমিষ পড়ে পাতে। সে অভিজ্ঞতা কেমন তাঁর? জানালেন নিজেই।

সে প্রসঙ্গ উঠতেই উচ্ছ্বাস রাজনন্দিনীর গলায়। তিনি জানান যে, পুজোতে নিরামিষই খেতে হয় তাঁদের। তবে নবমীর দিন তাঁদের বাড়িতে একটি বিশেষ ধরনের খাসির মাংসের পদ রান্না হয়। সে রকম স্বাদ আর কোথাও পাওয়া যাবে না, এমনটাই দাবি করলেন তিনি। তিনি মহালয়া থেকেই ওই মাংসটা খাওয়ার জন্য অপেক্ষাতে থাকেন।

অভিনেত্রীকে পুজোর কথা বলতে বলতেই সন্ধিপুজোর গল্পের প্রসঙ্গে এলেন তিনি। পুরো দুর্গাপুজোয় সেই সময়টুকুর জন্যই অপেক্ষা করে থাকেন রাজনন্দিনী। ঢাকের তাল, কাঁসরের আওয়াজ, প্রদীপ জ্বালানো এই সমস্ত ব্যপারটার সঙ্গেই যে আবেগ জড়িয়ে আছে সব বাঙালির। পরিবারের সকলকে নিয়ে সেই সময়টুকু নিজের মতো করে কাটান রাজনন্দিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2