• Thu. Dec 26th, 2024

বিগবসের ঘরে শমিতা-রাকেশের সম্পর্কে ভাঙন!

ByCinema Chapter

Sep 1, 2021

এতদিন ধরে বিগ বসের ঘরে কখনও আদর, কখনও বা কেউ কারোর জন্য আত্মত্যাগ এগুলোই দেখা যেতো শমিতা শেট্টি এবং রাকেশ বাপটার মধুর সম্পর্কে। কিন্তু সদ্য প্রকাশিত একটি প্রোমোতে এই দুই প্রতিযোগীর মধ্যে ঝগড়ার ইঙ্গিত পাওয়া গেল আর তা দেখে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় নেটিজেনরা।

কয়েকদিন আগেই রাকেশের জন্য আত্মত্যাগের নমুনা দেখিয়েছেন শমিতা শেট্টি। নিজেকে বাতিল হওয়ার দৌড়ে মনোনীত করেছেন তিনি। পরিবারের পাঠানো চিঠিও ছিঁড়ে ফেলতে দেখা গিয়েছে তাঁকে। সে সময় রাকেশ কেঁদেও ফেলেছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁদের মধ্যে কি সমস্যা তৈরি হল? প্রোমোতে দেখা যাচ্ছে শমিতা চিৎকার করে রাকেশকে বলছেন, ‘তুমি এত সহজে বলে দিলে আর খেলবে না, আমিও আগামীকাল থেকে খেলব না।’ দুজনকেই মাইক্রোফোন খুলে ফেলতে দেখা যায় সেই প্রোমোতে।

সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো দেখে অনুরাগীরা মনে করছেন, শমিতা-রাকেশের সম্পর্ক নিয়ে এত আলোচনা হয়েছে তাই জন্য তাঁদের নাকি ‘নজর’ লেগে গিয়েছে! তাঁদের জুটি ভেঙে যাক, এটা অনুরাগীরা চান না। কিন্তু বিগ বস-এর অন্দরে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? সেই উত্তর সময় দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2