অভিনেত্রী শ্রীলেখা মিত্র নিজের যেটা ঠিক মনে হয়, সেটা স্পষ্ট করে বলতে জানেন। যেমন সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিয়োতে শ্রীলেখা বললেন, ‘যদি আপনি আপনার জেন্ডারের কাউকে সম্মান না করতে পারেন, তাহলে অন্য জেন্ডারের কেউ আপনাকে সম্মান করবেন, সেটা আশা করবেন না।‘
ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কিছুদিন আগে। নিজের গাওয়া গানের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। সেই পোস্টে তাঁর বডি শেমিং করা হয়। পৌলমী বিনয় যোশী নামক এক ইনস্টা প্রোফাইল থেকে লেখা হয়, ‘স্ট্র্যাপটা খুলে ফেলো, আরও ভাল লাগবে, আরও ভাল বডি শো-অফ করবে’। সেই কমেন্টের উত্তর দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা। তিনি লেখেন, ‘কেন বলুন তো? আপনার পরতে ইচ্ছে করছে বুঝি, কিন্তু পারছেন না, হুম বুঝি জ্বালাটা।‘
তবে এ ঘটনা তাঁর কাছে নতুন নয়। পুরুষ, মহিলা নির্বিশেষে এ ধরনের মন্তব্য করেন অনেকেই। সেলেবরা টার্গেটও হন খুব সহজে। সেই ঘটনার রেশ টেনে এ দিন ভিডিয়ো বার্তায় শ্রীলেখা বলেন, ‘ব্রায়ের স্ট্র্যাপ বেরিয়ে গিয়েছে। ঢোকাও। ছি ছি। ইজ্জত যাবে। মান যাবে। কেন ভাই? ব্রা মহিলাদের পোশাকের কি অঙ্গ নয়? আর মহিলারাও এই বিষয়টা বন্ধ করুন। আপনার যদি কাউকে ভাল না লাগে, কিছুই ভাল না লাগে, তাকে ছোট করবেন না। দেখবেন না।‘
এর আগে কখনও রিমঝিম মিত্র, কখনও বা শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রকাশ্যে বডি শেমিং করেছেন সোশ্যাল মিডিয়ায়, পরোক্ষ অভিযোগ করেন শ্রীলেখা। তার যোগ্য জবাবও দিয়েছিলেন। আবার এ ধরনের মন্তব্য এল। বডি শেমিং বা ট্রোলিং কোনওটাই নতুন জিনিস নয়। কিন্তু যাঁরা এই কাজ করছেন, তাঁদের ভুলটা শ্রীলেখা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইলেন। সম্মান না করতে শিখলে যে সম্মান পাওয়াও যায় না, তা আরও একবার স্পষ্ট করিয়ে দিলেন।