দীর্ঘ অভিনয় জীবনে বহু সম্মান পেয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবু আজও নতুন কোনো পুরস্কার তাঁকে আরও ভাল কাজের ইচ্ছেটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এ বছর তেলঙ্গনা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালতে ‘নির্ভয়া’ ছবির জন্য বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস (পপুলার) বিভাগ থেকে পুরস্কার জিতে নিলেন শ্রীলেখা।
অভিনেত্রী তাঁর পুরস্কার এবং সার্টিফিকেটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকল অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শেয়ার করে তিনি লেখেন যে, ‘উইনিং ইজ অলওয়েজ আ হাই’। তিনি তেলঙ্গনা ফিল্ম ফেস্টিভ্যালকে, পরিচালক আয়ুষ্মান প্রত্যুষকে এবং ‘নির্ভয়া’ টিমের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।
‘নির্ভয়া’ ছবিটি দিল্লির নৃশংস ধর্ষণ-কাণ্ডের উপর নির্ভর করে তৈরি হয়েছে। সারা দেশ ওই ধর্ষিতা মেয়ের নাম দিয়েছিল ‘নির্ভয়া’। তাই নির্মাতারা ছবির নামও রাখেন ‘নির্ভয়া’। ধর্ষণ নিয়ে তো অনেক কথা হয়, কিন্তু তার দৃষ্টিভঙ্গি নিয়ে খুব একটা আলোচনা হয় না। তাই পরিচালক এই ছবিতে ধর্ষণের নানান দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেছেন। শ্রীলেখা ছাড়াও এই ছবিতে ছিলেন হিয়া দে, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতারা।