আজ ওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হচ্ছে সিদ্ধার্থ শুক্লর শেষকৃত্য। সেখানে রয়েছেন সিদ্ধার্থর প্রেমিকা শেহনাজ গিল। প্রেমিক সিদ্ধার্থকে শেষ বারের মতো দেখতে আসেন শেহনাজ, সঙ্গে রয়েছেন তাঁর ভাই শাহবাজও। শ্মশানে পৌঁছতেই পাপারাৎজিরা ঘিরে ধরে তাঁকে। গাড়ির ভিতরেই অঝোরে কান্নায় ভেঙে পড়েন শেহনাজ।
শেহনাজের পরনে সাদা এবং লাল রঙের সালোয়ার। মাস্ক পরা থাকলেও তাঁর মুখে শোকের ছাপ বোঝা যাচ্ছে। বৃহস্পতিবার সিদ্ধার্থের মৃত্যুসংবাদ পাওয়ার পরেই তিনি শ্যুট বন্ধ করে দিয়েছিলেন। তাঁর বাবা জানিয়েছিলেন, সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন শেহনাজ।
সিদ্ধার্থের দেহের ময়নাতদন্তের পর কুপার হাসপাতাল থেকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। প্রথমে ঠিক করা হয়েছিল, হাসপাতাল থেকে সিদ্ধার্থের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে কিন্তু পরবর্তীকালে সেই পরিকল্পনা বদলে গিয়ে ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্সে করে দেহ সোজা শ্মশানে নিয়ে যাওয়া হয়।