‘সনক’ ছবির ট্রেলারে দেখা গেল বিদ্যুত জামওয়ালের মারকাটারি অ্যাকশন স্টান্ট। যার নামেই বিদ্যুৎ তিনি সিনও করেন বিদ্যুৎবেগেই, এ বলাই বাহুল্য। বলিউড তাঁকে চেনে অ্যাকশন হিরো হিসেবেই। আসন্ন ছবিতে তাঁর সঙ্গে চন্দন রায় সান্যালের অভিনয় আর মার্শাল আর্ট তাতে যোগ করল এক অন্য আলাদা উত্তেজনা।
আজই মুক্তি পেয়েছে ‘সনক’ ছবির ট্রেলার। এই ছবি দিয়েই বলি ডেবিউ হতে চলেছে টলি অভিনেত্রী রুক্মিণীর। ছবির ট্রেলারে তাঁর উজ্জ্বল উপস্থিতি। বিদ্যুতের সঙ্গে তাঁর কেমিস্ট্রি একবারে সাবলীল। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে সে হার্টের এক জটিল রোগে আক্রান্ত। এক হাসপাতালে অস্ত্রোপচারের জন্য তাঁকে ভর্তি করা হয়। আর ওই হাসপাতালেই এক রাতে অতর্কিতে ঘটে যায় সন্ত্রাসী হামলা আর ওই হামলারই ‘মাথা’ চন্দন রায় সান্যালের চরিত্রটি।
সারা ট্রেলার জুড়েই ঝাঁঝালো সব সংলাপ, ফাইট সিন আর স্টান্ট। যা আপনাকে মনে করিয়ে দিতেই পারে জনপ্রিয় হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ওরফে র্যাম্বোর কথা। ছবিতে এক সংলাপেও এসেছে সেই র্যাম্বোর প্রসঙ্গ। অর্থাৎ ‘সনক’এর ট্রেলার প্রথম দিনেই বাজিমাত দিয়ে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।