• Thu. Dec 26th, 2024

‘সনক’এর ট্রেলারে বিদ্যুৎ-রুক্মিণী রয়াসন কেমন?

গত মঙ্গলবারেই প্রকাশ্যে এসেছে ‘সনক’ ছবির ট্রেলার। প্রথম হিন্দি ছবিতেই দর্শকদের চর্চায় ফেলে দিয়েছেন রুক্মিণী মৈত্র। বিদ্যুৎ জামালের বিপরীতে তাঁর অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে নানা মহলে। নতুন জুটি নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল রুক্মিণী অনুরাগীদের মনে। তাঁরা দেখতে চাইছিলেন, দেব-রুক্মিণীর মতোই কি জনপ্রিয় হবে বিদ্যুৎ-রুক্মিণী রসায়ন?

দেবের সঙ্গে পরপর পাঁচটি ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী। সবাই যখন বলছেন, দেব তাঁকে বারেবারে তুলে ধরছেন নতুন নতুন চরিত্রে, তখনই নিন্দকদের মুখ বন্ধ করে রুক্মিণীর বিপরীতে আবীর চট্টোপাধ্যায়। অনুরাগীদের কাছে বারবার প্রমাণ করেছেন তাঁর অভিনয় দক্ষতা।

ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, রুক্মিণী জটিল হৃদ্রোগে আক্রান্ত এবং অস্ত্রোপচারের জন্য যে হাসপাতালে তিনি ভর্তি সেখানেই দল নিয়ে অতর্কিতে হামলা ‘আতঙ্কবাদী’ চন্দন রায় সান্যালের চরিত্র। যাকে বাগে আনতে উপস্থিত বিদ্যুৎ। তিনি রুক্মিণীর প্রেমিক। তারপর বিদ্যুৎ কি পারবে সেখান থেকে রুক্মিণীকে উদ্ধার করতে তা জানতে হলে ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে আসতে হবে দর্শকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2