রাখিতে শুভেচ্ছা জাননোর পর এবার ভাই শৌভিকের জন্মদিনে আরও একবার বার্তা শেয়ার করলেন রিয়া চক্রবর্তী। তাঁর ক্যাপশনও বেশ ইঙ্গিতবহ। ইনস্টা স্টোরিতে শৌভিকের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন আমার সব কিছু। আমার যোদ্ধা। তোকে সবচেয়ে বেশি ভালবাসি।‘ দিন কয়েক আগে রাখি পূর্ণিমা উপলক্ষেও শৌভিকের জন্য বার্তা পোস্ট করেছিলেন রিয়া। অতীত ভুলে তিনি যে আবার স্বাভাবিকতায় ফিরছেন তা তাঁর পোস্টই বলে দিচ্ছে।
গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই অভিনেত্রী রিয়া বেশ লাইমলাইটে ছিলেন। রিয়া ও শৌভিক– দুইজনই মাদক মামলায় হাজতবাসও করে ছিলেন। এর মধ্যে শৌভিকের হাজতবাসের সময় ছিল রিয়ার থেকে কিছু বেশি। কিন্তু এখন সে সব অতীত।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে রুমি জাফরির ছবি ‘চেহরে’। এই ছবিতে স্বল্প পরিসরে হলেও অভিনয় করেছেন রিয়া। ছবিতে রিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, ইমরান হাসমিসহ বহু প্রখ্যাত অভিনেতারা। যদিও বক্স অফিসে এই ছবি বেশ সমালোচনার মধ্যে পড়েছে।