• Thu. Dec 26th, 2024

বাড়ি ফিরলেন রজনীকান্ত

গতকাল চেন্নাইয়ের হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা রজনীকান্ত। এখন তিনি আগের থেকে কিছুটা ভাল আছেন। বাড়ি ফিরেই নিজের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় রজনীকান্ত। অভিনেতার ভাল থাকার খবরে আশ্বস্ত তাঁর ভক্তরা।

কিছু দিন আগেই অসুস্থ রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গিয়েছিল যে তাঁর শরীরে কিছু সময় অন্তরই চেকআপ করানো হয়। সেই কারণেই নাকি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কার্ডিও আর্টারি রিভাসকুলারাইজেশন সার্জারি হয়েছে রজনীর।

দিন কয়েক আগে দিল্লিতে ৬৭তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন রজনীকান্ত। সেদিন দিল্লির বিজ্ঞান ভবন মঞ্চে দাদাসাহেব ফালকে সম্মান গ্রহণ করেছেন রজনীকান্ত। স্ত্রী লতা এবং জামাই ধনুশের সঙ্গে তিনি উপস্থিত হয়েছিলেন পুরস্কার বিতরণী মঞ্চে। রজনীকান্তের এই সম্মানে ভিডিয়ো বার্তা পাঠিয়েছিলেন অমিতাভ বচ্চন, মোহনলাল, এ আর রহমানের মতো শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2