সম্প্রতি নেপালের পাহাড়ে ‘উঞ্চাই’ ছবির শুটিংয়ে পরিণীতি চোপড়া। তিনি একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় আর সেখানে দেখা যাচ্ছে সকাল সকাল পাহাড়ের কোলে বসে চোখ বন্ধ করে মেডিটেট করলেন অভিনেত্রী।
ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, প্রত্যেকদিন মনোসংযোগ করাই নাকি তাঁর জীবনের আসল রহস্য। নেপালে পরিণীতি একা নন বরং আছেন ‘উঞ্চাই’ ছবির গোটা কাস্ট এবং ক্রিউ। এক সপ্তাহ আগেই একটি ছবি পোস্ট করেছিলেন পরিণীতি এবং ক্যাপশনে লিখেছিলেন একটা লম্বা নোট।
নোটে লেখা, সুরাজ বার্জাতিয়া স্যারের ছবির অংশ হতে পেরে তাঁর কাছে খুবই সম্মানের ব্যাপার। তাঁর সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন তিনি। অমিতাভ বচ্চন এবং অনুপম খেরে স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এছাড়াও বোমান ইরানি, নীনা গুপ্তা এনারাও রয়েছেন।