পরিচালক মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির প্রথম লুক সামনে এলো। এই ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং খুদে শিল্পী অয়না চট্টোপাধ্যায় এবং প্রযোজকের মাধ্যমে নিজের নতুন চরিত্রেও আবার অবতীর্ণ হবেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি। আসলে সম্পূর্ণা এবং রাহুল ভঞ্জের প্রযোজনা সংস্থা ‘স্মল টক আইডিয়াস’মাধ্যমেই তৈরি হচ্ছে এই ছবি।
মৈনাকের ছবিতে বয়স প্রধান ব্যপার না, বরং গল্পই আসল, গল্পের আবেগই আসল। তাঁর ছবিতে এবার এক অসমবয়সি দুই বন্ধুর গল্পই বলা হচ্ছে। দুই বন্ধুর মধ্যে এক জন লম্বা হতে চায়, অন্য জন আবার বড় হতে চায়। তিতলি চরিত্রে অভিনয় করছেন মিমি এবং মিনির চরিত্রে অভিনয় করছে খুদে অভিনেতা অয়না আর তাঁদের বন্ধুত্বই নারীবাদী ছবির বিষয়বস্তু।
মিমি আগেই জানিয়েছিলেন, লকডাউনে তাঁর একটাই ভাল কাজ হয়েছিল আর সেটা মৈনাক ভৌমিকের ‘মিনি’-র চিত্রনাট্য পড়া। এ রকম চরিত্রে আগে তাঁকে কেউ দেখেননি। তাঁর মতে টলি ইন্ডাস্ট্রিতে এমনিতেই নারীকেন্দ্রিক চরিত্র কম হয় তাই সেদিক থেকে এই ছবি ব্যতিক্রম। এবার অপেক্ষার পালা বড় পর্দায় ছবিটি মুক্তি পাবার।