ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকর। তাঁর মূত্রথলিতে ক্যান্সার হয়েছিল। একটি অস্ত্রোপচার করা হয় তাঁর। জানা গেছে যে, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে, তিনি ভাল আছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে দশ দিন আগে অস্ত্রোপচার হয় মহেশের। অস্ত্রোপচারটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। হাসপাতালে কিছুদিন তাঁকে রাখার পর অবশেষে বাড়ি ছাড়া হয়েছে।
অভিনেতা হিসেবে বলিউডের সুপ্রতিষ্ঠিত মহেশ মঞ্জরেকর। পরিচালক হিসেবেও তাঁর সুনাম কোনো অংশে কম নয়। ১৯৯৯ সালে ‘বাস্তব: দ্য রিয়্যালিটি’ ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ। ২০০০-এ ‘অস্তিত্ব’ পরিচালনা করেছিলেন যার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।