অনেকেরই ধ্যান ধারণা সিনেমা জগতে কেরিয়ার নাকি অনিশ্চয়তা। আর যদি গায়ে ‘বহিরাগত’ তকমা লেগে যায়, তাহলে সেই কেরিয়ারের আলো জ্বলতে না জ্বলতেই দপ করে নিভেও যাবে। সিনেমার সাথে যুক্ত এমন পরিবার ছাড়া বলিউডে কেরিয়ায় গড়ে দেখাতে পারেন, হাতে গোনা দু-একজনই। সেই তালিকায় অভিনেত্রী কৃতী শ্যানন অন্যতম। আর আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন, তাতে যথেষ্ট গর্বিত তাঁর পরিবার।
কৃতী কোনোদিনই কল্পনা করেননি এই জায়গায় এক দিন এসে পৌঁছবেন তিনি। তার উপরে আবার তিনি পড়াশোনাতেও ছিলেন দারুণ। পড়াশোনার কেরিয়ার থেকে সিনেমার কেরিয়ারে অভাবনীয় সাফল্য, এহেন কৃতী শ্যাননের জীবনেও মাঝে মধ্যে গ্রাস করে ভয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের এমনই নানান দিকের কথা তুলে ধরলেন সকলের সামনে।
অভিনেত্রী জানান যে, সামনের বেঞ্চে বসার ছাত্রী ছিলেন তিনি। কিন্তু, তাঁর হাইটের কারণে চিরকাল পিছনের বেঞ্চেই বসতে হয়েছে তাঁকে। তাঁর মা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের প্রফেসর আর তাঁর বাবা চার্টার্ড অ্যাকাউন্ট। ছোটবেলা থেকেই তাঁর বাড়িতে একটা পড়াশোনার পরিবেশ ছিল। সেই পরিবেশেই বড় হয়ে আজ তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী।