টেলিভিশনে জনপ্রিয় ধারাবাহিক ‘অন্দরমহল’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ২০১৮-তে, সেইটাই তাঁর শেষ কাজ ছিল। সে বছরই সন্তানসম্ভবা হন তিনি। ২০১৯-এ মেয়ে কিয়ার জন্ম হয়। কিয়ার জন্মের পর এখনও পর্যন্ত ছোট ছোট কাজ করলেও সে ভাবে দীর্ঘ কাজে যাননি তিনি। শোনা যাচ্ছে ফের টেলিভিশনে ফিরতে চলেছেন কনীনিকা।
মা হওয়ার পর নিঃসন্দেহে টেলিভিশনে কামব্যাক কনীনিকার। শোনা যাচ্ছে, এবার মুখ্য চরিত্রে ফের দেখা যাবে এই অভিনেত্রীকে। তবে এবার অন্য রকমের কাজ। এ বিষয়ে কনীনিকা বললেন, ‘হয়তো আবার টেলিভিশনে ফিরছি। এর থেকে বেশি কিছু বলতে পারব না এখনই।‘
কর্ণাটকের হাম্পিতে দিন কয়েক আগেই অ্যাক্টিং ওয়ার্কশপ করানো কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে পৌঁছে গিয়েছিলেন কনীনিকা। হাম্পি থেকে ওয়ার্কশপের একগুচ্ছ ছবি এবং কিছু ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন। তাঁর অ্যাক্টি অ্যাকাডেমি ‘ক’-এর বেশ কিছুজন ছাত্রছাত্রী সঙ্গে ছিলেন। থিয়েটার পরিচালক অবন্তী চক্রবর্তীও তাঁর এই উদ্যোগে সামিল হয়েছিলেন। পাঁচ দিনের ওয়ার্কশপ সেরে তিনি কলকাতায় ফিরে রাজর্ষি দে-র পরিচালনায় ‘মায়া’র শুটিং শুরু করেন।