হাতে এক মাসের আর কয়েকটা দিন বাকি পুজো আসতে। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, পুকুরে শালুক ফুল জানান দিয়ে যাচ্ছে মা আসছে। কুমোর পাড়ায় এখন ব্যস্ততার ভিড়। আর কয়েকটা দিন পরই ফাইনাল বেল পড়বে।
পুজো আসছে মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া বাঙালির চূড়ান্ত নস্ট্যালজিয়া। ভোরবেলায় রেডিওতে তাঁর কণ্ঠে মহালয়া শোনা যেন এক বছরের অপেক্ষাকে দূর করে দেয়। তবে মহালয়া শুধুমাত্র রেডিও নস্ট্যালজিয়া নয়। টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়া অনুষ্ঠিত হয় বেশ অনেক বছর ধরে। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গা হবেন, তা নিয়ে জল্পনা চলতে থাকে পুজোর আগে থেকে। শুধু দুর্গা নন, বাকি দেব-দেবীদের নিয়েও তো জল্পনা তৈরি হয়। তবে দুর্গাকে ঘিরে থাকে আলাদা উৎসাহ। জানা গেছে, চলতি বছর কালার্স বাংলার মহালয়ায় দুর্গার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। সদ্য সোশ্যাল মিডিয়ায় আসন্ন মহালয়ার প্রোমো শেয়ার করেছেন কোয়েল। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আসছে নবরূপে মহাদুর্গা এই মহালয়ায়।’
বেশ কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল কোয়েল অভিনীত ‘ফ্লাইওভার’। সেটিই অভিনেত্রীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। করোনার চোখ রাঙানির মধ্যেই বেশ কিছু ছবির শুটিং শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোয়েল নিজে কোনো কাজ শুরু করেননি বলেই খবর। আপাতত বাড়িতে ছেলে কবীরকে নিয়ে সময় কাটাতে ব্যস্ত অভিনেত্রী। এর মধ্যেই মহালয়ার শুটিং সেরে ফেলেছেন তিনি। কোয়েল ছোট থেকেই পুজোর পরিবেশে বড় হয়েছেন। নিজের বাড়িতে দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যক্ষ করেন প্রতি বছর। আর সেখানে অনস্ক্রিন দুর্গার চরিত্রে অভিনয় তাঁর কাছে নিঃসন্দেহে বড় একটা পাওনা।