বুধবার কর্ণ জোহর নিজের ইনস্টাগ্রামে কারোর মৃত্যু এবং মৃত্যু-পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে লেখেন। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে বেশ কিছু মাস নেটমাধ্যমে বিশেষ সক্রিয় ছিলেন না কর্ণ জোহর। সেই সময়ে নেটমাধ্যম জুড়ে তীব্র সমালোচনা হয়েছিল কর্ণ জোহর নিয়ে এবং তাঁর প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনস নিয়ে।
প্রায় বহুদিন পর আবার কর্ণ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছেন। নিজের ছবির প্রচার ছাড়া মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে তিনি বিভিন্ন বিষয়ে লেখালেখি দিচ্ছেন। সাম্প্রতিক কালে তাঁর এই মৃত্যু নিয়ে লেখাটি নজর কেড়েছে নেটাগরিকদের।
কর্ণের লেখায় উঠে আসে এই কথা গুলি, ‘যখন কেউ মারা যান, আমরা প্রথমে আফসোস করি। বার বার জীবনের সংক্ষিপ্ততার বুলি আওড়াতে থাকি। নিজের আগেকার ভুলত্রুটিগুলি ঠিক করার কথাও বলে লোকজন। কিন্তু আবার কিছু দিন পরেই আপনি শুনলেন, কেউ আপনার পিছনে কথা বলেছে এবং আপনিও সেই একই কাজ করলেন! বাহ! কত মানুষ রোজ মারা যান, আমরাই বা কী এমন বেঁচে আছি?’। এই লেখা অবশ্য কার বা কাদের উদ্দেশ্যে তা এখনও স্পষ্ট নয় আর তাই এই নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা।