তাঁর নাম মানেই বিতর্ক। আবার অন্যদিকে তাঁর ঝুলিতেও পুরস্কার ভর্তি। যে মানুষটির কথা বলা হচ্ছে তিনি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আজ নয়াদিল্লিতে পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন তিনি। পুরস্কার গ্রহণের পর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বিশেষ বার্তা প্রেরণ করলেন।
অভিনেত্রী জানান যে, এর আগে তিনি অভিনয়ের জন্য বহু পুরস্কার পেয়েছেন কিন্তু পদ্মশ্রী সম্মান শুধুমাত্র তাঁর কাজের স্বীকৃতি নয় এটা দেশ যে তাঁকে আদর্শ নাগরিক মনে করেন, তারও এক নিদর্শন। তাঁর কথায়, যত অর্থ রোজগার করেছেন তিনি, তার থেকে অনেক বেশি শত্রু তৈরি হয়েছে তাঁর।
অভিনেত্রী বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানাতে থাকেন আর ঠিক সে কারণে তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলা চলছে। তিনি এও জানালেন যে তাঁকে অনেকে নানান প্রশ্ন করেন তিনি কেন সব কিছু নিয়ে কথা বলেন তাই তাঁর এই পুরস্কার তাঁদের সব প্রশ্নের উত্তর বলে তিনি মনে করছেন।