এবার অনন্যা পাণ্ডের উপর অভিযোগ তথ্যপ্রমাণ লোপাটের। মুছে দেওয়া বিভিন্ন তথ্য এই মুহূর্তে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনসিবি। অনন্যার কাছ থেকে তাঁর দু’টি ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে এনসিবি। আর সেখান থেকেই উঠে আসতে পারে মাদকচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মনে করছে তারা।
এদিকে সংবাদমাধ্যমের দাবি, অনন্যা নিজের ফোন থেকে কিছু কথোপকথন, ছবি, ভিডিয়ো, ভয়েস মেসেজ মুছে দিয়েছেন বলে অনুমান করছেন এনসিবির আধিকারীকরা। আরিয়ান খানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সন্দেহজনক আর্থিক লেনদেনের কথা উঠে আসে। অনন্যা এবং আরিয়ানের ব্যাঙ্কের নানা নথি, আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হতে পারে বলে মনে করা হচ্ছে এখন।
তবে অনন্যা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন মাদক সংগ্রহ এবং আরিয়ানকে তা জোগান দেওয়ার কথা। বাল্যবন্ধুর সঙ্গে গাঁজা নিয়ে কথোপকথনকে তিনি নিছক মজার চলেই দেখছেন। এই বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে সোমবার অর্থাৎ ২৫ অক্টোবর অনন্যাকে আবার এনসিবি-র দফতরে ডেকে পাঠানো হয়েছে।