আজ সপ্তাহের দ্বিতীয় দিনে প্রকাশ্যে এলো অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ের ছবি। আর সেই ছবি দেখে চমকেছেন অনুরাগীরা। কি ছবি দিলেন যার জন্য সবাই চমকে উঠলেন?
আসলে সুদীপা তাঁর ছেলেকে সাজিয়েছেন সোনার পৈতে দিয়ে। আর সেই ছবি ফেসবুকে দেওয়ার পাশাপাশি পৈতে সম্বন্ধে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। উপবীত ধারণের কারণ জানিয়ে তিনি অনেক কিছু লিখেছেন। তাঁর মতে পৈতে আসলে বর্ণবিভেদ ও অহঙ্কারের জন্ম দেয়। পৈতে, পৈতেধারীকে বার বার মনে করিয়ে দেয়, সমাজে তার ধর্ম পালনের কথা। তার শিক্ষার কথা এবং বিদ্যার কথা।
সুদীপা আরও জানান যে, একটি শিশু জন্মানোর অনেক আগে থেকেই তার বাবা-মা, আত্মীয়-স্বজন মিলে তার মঙ্গল কামনার জন্য অনেক কিছু করেন আর তাকেই বলে ‘সংস্কার’। প্রাচীন মুনি-ঋষিরা ‘দশবিধ সংস্কার’-এর কথা বলেছেন আর সেটারই অন্যতম একটি উপনয়ন।