আজ সকালে আচমকাই শরীর খারাপ হয় বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের। তারপর তাঁকে দ্রুত আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, সেখানে তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর রক্তে শর্করার মাত্রা নিয়ে খানিক সমস্যাও রয়েছে।
দীর্ঘ দিন ধরেই অভিনেত্রী রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন। এ ছাড়াও কিছু শারীরিক জটিলতাও ছিল অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের। শুক্রবার হঠাৎ অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। জানা যাচ্ছে, হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকেরা পরামর্শে দেন হাসপাতালে ভর্তি করার।
অভিনেত্রীর বয়স এখন ৮০ বছর। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেগুলি খুব দ্রুত করানো হবে বলে জানা যাচ্ছে। পরীক্ষার রিপোর্ট আসার পরে চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।