• Fri. Dec 27th, 2024

‘আমি ভাগ্যবান’, গুরু পূর্ণিমার দিন পুরনো ছবি পোস্ট করে লিখলেন অজয়, কার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন তাঁর?

শনিবার অভিনেতা অজয় দেবগণ প্রয়াত পিতা বীরু দেবগণকে শ্রদ্ধা জানান। বাবার কাছ থেকে শিখতে পেরে অজয় নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। গুরু পূর্ণিমা উপলক্ষে টুইটারে অজয় তাঁর বাবার সঙ্গে তোলা একটি পুরানো ছবি শেয়ার করেন। ছবিতে পিতা-পুত্রকে একে অপরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাবা বীরু ছেলের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

অজয় দেবগন পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘এই শুভদিনে আমার পিতা (বীরু দেবগন) আমার গুরুকে অভিবাদন জানাই। তাঁর কাছ থেকে আমার জীবন ও কেরিয়ারে পাঠ শেখার সৌভাগ্য হয়েছিল আমার। তিনি একজন মূল্যবান উপহার যা আমি সম্মাবের সঙ্গে ব্যাজের মতো বহন করি। #গুরুপূর্ণিমা।’

পোস্টটিতে প্রতিক্রিয়া হিসেবে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে ভক্তরাও। এক অনুরাগী লিখেছেন, ‘তরুণ প্রজন্মকে এক ভাল পরামর্শ’। অন্যজন লেখেন, ‘তিনি আপনার এবং সকলের পরামর্শদাতা ছিলেন’ তৃতীয়জন লিখেছেন, ‘লাভ ইউ অজয় স্যার।’ গত মাসে তাঁর প্রয়াত পিতার জন্মবার্ষিকীতে অজয় একটি ছবি টুইট করেছিলেন তাঁর সঙ্গে। ক্যাপশন লেখেন, ‘আমি আপনাকে প্রতিদিন মিস করি, আজকের দিনে আরও। তাই শুভ জন্মদিন পাপা। জীবন আর আগের মতো রইল না।’ ২০১৯ সালে মে মাসে বীরু দেবগণ মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে।

অজয়ের এই টুইটের জবাবে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র লিখেছিলেন, ‘অজয়, আমার ছেলে, তোমাকে ভালবাসি। সুস্থ ও শক্তিশালী হও। তোমার বাবা, আমার সবচেয়ে স্নেহময় সঙ্গী ছিল। তাকে সর্বদা ভালবাসা এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। যত্ন নিও।’ অজয়ও ধর্মেন্দ্রর রিপ্লাইয়ে লেখেন, ‘ধরমজি, তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ তোমাকে। পাপা এবং আমি দুজনই তোমাকে ভালবাসতাম এবং আমি আজও বেসে যাচ্ছি। পাজি তোমারকে প্রতি শ্রদ্ধা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2