টলিউডে নতুন জল্পনা, শোনা যাচ্ছে যে প্রিয়াঙ্কা সরকার নাকি শ্রীজাতর প্রথম ছবি ‘মানবজমিন’-এ অভিনয় করছেন না। শুধু এই ছবিটিই নয় তিনি নাকি সরে যাচ্ছেন রাহুল মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘চংচং’ থেকেও। কিন্ত এর কারণ কী? জানা যাচ্ছে, তাঁর সঙ্গে নাকি প্রযোজক রানা সরকারের সমস্যা তৈরি হয়েছে। তাই প্রযোজকের একের পর এক ছবি থেকে সরে যাচ্ছেন অভিনেত্রী।
তবে এর সত্যতা কতটা? এই পুরো ঘটনাটিই অস্বীকার করেছেন প্রযোজক রানা সরকার। তিনি খানিক রসিকতা করে বলেছেন, প্রথম সারির নায়িকাদের নিয়ে এমন গুঞ্জন নাকি এমনিই ছড়ায়। তাঁর সঙ্গে প্রিয়াঙ্কার কোনও সমস্যাই নেই। খুব শিগগিরিই নাকি নতুন ছবির কাজ শুরু হবে।
প্রযোজক রানা সরকারের কথায় সম্মতি দিয়েছেন নায়িকাও। নায়িকা জানান যে, তাঁর এই ধরনের গুজব শুনলে নাকি হাসি পায় আবার পাশাপাশি খারাপও লাগে। এও জানালেন যে, ছবির শ্যুট শুরু হবে হয়তো নতুন বছরে। তার আগে আরও একবার কাজের তারিখ নিয়ে আলোচনা হবে পরিচালকের সঙ্গে। অথচ এদিকে গুঞ্জন ছড়িয়ে গেল টলি পাড়ায়।